Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংষ্কৃতি

নড়িয়া উপজেলার ভাষা, সমাজ ও সংস্কৃতি সমগ্র বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে সামঞ্জস্যপূণ । তবে এ উপজেলার ভাষার সাথে বিক্রমপুর অঞ্চলের ভাষা ও বাচনভঙ্গীর সাথে বেশ মিল আছে। এ উপজেলার চরাঞ্চলের ভাষাকে স্থানীয়ভাবে চৌরা ভাষা এবং নদীর এপার অঞ্চলের বা দেশকূল অঞ্চলের ভাষাকে দেশকইল্লা ভাষা বলে থাকে। যেমন- তুই কুন্ডে যাছ  অন্যান্য (তুই কই যাছ), আও মইন্নার বাপ, টিহা আছেনি (এ মনিরের বাবা, টাকা আছে নাকি), প্যাক (কাঁদামাটি), হরমাইল (পাটখড়ি), লাহান (মতো) এবং অহন (এখন) ইত্যাদি ।

 

যেসব সরকারী সংস্কৃতি বিষয়ক সংস্থা  নড়িয়া উপজেলায় কাজ করছে সেগুলো হলোঃ

    * উপজেলা শিল্পকলা একাডেমী, নড়িয়া
   

এছাড়া বেশ কিছু বে-সরকারী সংস্কৃতি বিষয়ক সংস্থা  নড়িয়া উপজেলায় কাজ করছে সেগুলো হলোঃ

 

       * কীর্তীনাশা ক্লাব

       * নুসা গ্রন্থাগার ইত্যাদী ।