Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নড়িয়া উপজেলার পটভূমি

নড়িয়া উপজেলার নাম “নড়িয়া” নামকরণের ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় নাই। তবে কথিত আছে যে, অত্র এলাকার সবচেয়ে বড় মৌজা নড়িয়া কে ১৯৩০ সালে নড়িয়া থানায় রুপান্তর করা হয় এবং ১৯৮৩ সালে ১৫ টি ইউনিয়ন নিয়ে নড়িয়া উপজেলা গঠিত হয়। নড়িয়া ইউনিয়নটি নড়িয়া পৌরসভায় রুপান্তর হওয়ায় বর্তমানে নড়িয়া উপজেলটি ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত । ভৌগোলিকভাবে নড়িয়া উপজেলা ২১.১৪ ডিগ্রী হতে ২৩.২৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৯০.১৮ ডিগ্রী পূর্র্ দ্রাঘিমাংশে অবস্থিত। উপজেলার উত্তরে জাজিরা ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টুঙ্গীবাড়ী উপজেলা, দক্ষিণে শরীয়তপুর সদর ও ভেদরঞ্জ উপজেলা, পূর্বে ভেদরগঞ্জ ও মুন্সীগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে জাজিরা উপজেলা অবস্থিত।