মুক্তিযুদ্বের চেতনায় মানব সম্পদ উন্নয়নের লক্ষে ৮.২৫ একর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত নড়িয়া সরকারী কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্বা সিপাহী আবদুল মান্নান রাড়ীর পিতা হাজী রিয়াজউদ্দিন রাড়ী । কলেজ প্রতিষ্ঠাতা মাননীয় ডেপুটি স্পীকার কর্ণেল (অবঃ) শওকত আলী, এম, পি মহোদয়ের সীমাহীন ত্যাগ, কঠোর পরিশ্রম, নিরন্তর উদ্যোগে ১৯৭২-৭৩ শিক্ষা বর্ষে কলা ও বানিজ্য অনুষদের শাখা নিয়ে যাত্রা শুরু হলেও ১৯৮৬-৮৭ শিক্ষা বর্ষে চালু করা হয় সমাজ বিজ্ঞান, কলাও বানিজ্য অনুষদের স্নাতক (পাশ) কোস । ১৯৮৮ সালে স্নাতক (পাশ) পরীক্ষা কেন্দ্রের অনুমতি লাভ করে । একই বছরের ২৩ মাচ কলেজটি জাতীয়করণ করা হয় । ১৯৮৩ সাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঢাকা বোর্ডের বাণিজ্য শাখায় ৩য় স্থান লাভের গৌরব অজন করে ।
নড়িয়া অঞ্চলের জনগণের শিক্ষার কথা চিন্তা করে গণমানুষের নেতা কর্ণেল (অবঃ) শওকত আলী, এম, পি মহোদয়ের উদ্যোগে ১৯৭২ সালে নড়িয়া মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ।
১৯৮৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বানিজ্য বিভাগে ঢাকা বোর্ডে ৩য় স্থান লাভ করে । ২০১০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ০১ জন গোল্ডেন জিপিএ পায় ।
অনাস কোস চালুর প্রক্রিয়া চলমান ।
|
নড়িয়া,শরীয়তপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস