Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

জেলা শহর থেকে ১৬কিমি দুরুত্বে সড়গ পথে নড়িয়া উপজেলা সদর যাওয়া যায় । এছাড়া উপজেলা সদর থেকে চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে নদী পথে এবং অন্যান্য ১২টি ইউনিয়নে সড়কপথে যাতায়াত করা যায়। নড়িয়া থেকে সড়ক পথে জাজিরা মাঝিরঘাট হয়ে  নদী পথে মাওয়া ঘাট এবং মাওয়া ঘাট থেকে সড়ক পথে ঢাকা যাওয়া যায়, এভাবে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে নড়িয়া থেকে ঢাকার দুরুত্ব ১২০ কিমি । এছাড়া নড়িয়া থেকে ওয়াপদা লঞ্চঘাট, চন্ডিপুর লঞ্চঘাট এবং সুরেশ্বর লঞ্চঘাট দিয়ে নদী পথে ঢাকা (সদরঘাট)যাওয়া যায়।