Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোঘল সেনাপতি রাজা মানসিংহের দূর্গ
স্থান
গ্রাম- ফতেজঙ্গপুর, ইউনিয়ন- ফতেজঙ্গপুর, থানা- নড়িয়া, জিলা- শরীয়তপুর ।
কিভাবে যাওয়া যায়
যে কোন স্থান থেকে নড়িয়া এসে বাসে বা অন্য কোন বাহনে করে ফতেজঙ্গপুর ইউনিয়নের শ্রীনগর এলাকায় গিয়ে মোঘল সেনাপতি রাজা মানসিংহের দূর্গ দেখতে যাওয়া যায় । নড়িয়া থেকে এর দূরত্ব মাত্র ৬ কিমি ।
বিস্তারিত

মোঘল সম্রাট আকবর বার ভূইঁয়াদের দমন করতে সেনাপতি মানসিংহকে বাংলায় নিয়োগ করলেন । সেনাপতি রাজা মানসিংহ বার ভূইঁয়াদের অন্যত্তম ভূইঁয়া কেদার রায়কে দমন করার জন্য উক্ত স্থানে তার বাহীনিদের নিয়ে অবস্থান করে । পরবর্তীতে কেদার রায়ের সাথে প্রচন্ড যুদ্ব সংগঠিত হয় এবং কেদার রায় মারত্মক জখম হয় ও পরবর্তীতে মৃত্যুমুখে পতীত হয় । যুদ্ব জয়ের স্মৃতী চিহ্ন স্বরুপ মোঘল সেনাপতি উক্ত স্থানে একটি দূর্গ স্থাপন করেন যা মোঘল সেনাপতি রাজা মানসিংহের দূর্গ হিসেবে পরিচিত । বর্তমানে এর ধ্বংসাবশেষ রয়েছে ।