পদ্মা কখনো অপার সৌন্দর্য্যময়ী এবং কখনো সর্বনাশী এরকম বৈচিত্রের জন্য পদ্মা নদী একটি দর্শনীয় স্থান বলা যায় । শুকনা মৌসুমে যেমন এর অপার সৌন্দর্যে মন কারে তেমনি বর্ষাকালে এর করাল গ্রাস কিভাবে জনজীবন বিলিন করে তা দেখে মন কাদে । পদ্মা পারের বাজার গুলোতে যে টাটকা ইলিশমাছ পাওয়া যায় এবং এর যা স্বাদ তা অন্য কোথাও থেকে কিনলে সে স্বাদ পাওয়া বড় দুস্কর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস