উপজেলা প্রশাসন নড়িয়া এর আয়োজনে শুরু হচ্ছে ০৩ দিন ব্যাপী ০৯-০১-২০১৭ থেকে ১১-০১-২০১৭ খ্রিঃ পর্যন্ত উন্নয়ন মেলা -২০১৭।
সরকারের আট বছরের উন্নয়ন তৎপরতা এ অঞ্চলের মানুষকে অবহিত করার জন্য তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। উপজেলা পরিষদ চত্বরে ৩০ টি স্টল স্থাপনের কাজ চূড়ান্ত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজক। মেলার অন্যতম আকর্ষণ আগামীকাল সোমবার বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের অভিমত জানবেন। উন্নয়ন মেলা-২০১৭ উদ্বোধনী দিন সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হবে। মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। মেলাকে উৎসব মুখর করে তুলতে ব্যানার, ফেস্টুন ও পোস্টারিং করা হয়েছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, কৃষি, স্বাস্থ্য, এনজিও,ও মুক্তিযোদ্ধারা স্টল নিয়েছে।একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎসহ প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের সাথে সংশ্লিষ্ট বিভাগ সমূহের কার্যক্রম প্রদর্শনে মেলায় বিশেষ ব্যবস্থা থাকবে। লিফলেট, ম্যাগাজিন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। প্রতিদিন মেলাপ্রাঙ্গণে কুইজ, সেমিনার ছাড়াও বিকাল ০৩ ঘটিকা হতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। সকাল ১০টা খেকে রাত ৮টা পর্যন্ত মেলা চালু থাকবে। বুধবার সন্ধ্যা ৬টায় একই স্থানে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS