Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গাজী কালুর আস্তানা
Location
শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার বাশতলা এলাকায় অবস্থিত ।
Transportation
যে কোন স্থান থেকে নড়িয়া এসে বাসে/টেম্পু/অটোরিক্সা/রিক্সায় করে গাজী কালুর বাড়ী বললে নিয়ে যাবে ।নড়িয় সদর থেকে মাত্র ২ কিলোমিটার দূড়ে বাশতলা এলাকায় মুলফৎগঞ্জ বাজারের কাছাকাছি এ বিখ্যাত স্থানটি অবস্থিত ।
Details

এ বাড়ীর মালিক ও গাজী কালুর আস্তানার তত্ত্বাবদানকারী জনাব মোঃ মজিবুর রহমান কামাল খান সুন্দর বন এলাকার বিখ্যাত পীর গাজী কালুর থেকে স্বপ্নে পাওয়া আদেশ থেকে তার বাড়ীতে ফুল ও ফলের গাছ রোপন করেন এবং এর পরিচর্যা । জনশ্রুতি আছে ফলশ্রুতিতে তার ভাগ্যের অনেক উন্নয়ন হয় । পরবর্তীতে গাজী কালুর থেকে স্বপ্নে পাওয়া আদেশ থেকে তিনি গাজী কালুর জন্য একখানা আস্তানা তৈরী করেন এবং প্রতি বৎসর উরসের আয়োজন করেন । এছাড়া তবারক বিতরনের জন্য ১২০ মন চাল-ডালের থিচুরী রান্না করা যায় এমন একটি বড় মাপের ডেগ বা পাতিল তৈরী করেন । কথিত আছে এখানে মাঝে মধ্যে গাজী কালু এসে আস্তানা গাড়েন । এখানের তবারক এবং পুকুরের পানি অনেকে মনোবাসনা পূর্ণ হওয়ার ওসিলা হিসেবে খেয়ে থাকে । উরসের সময় ও অন্যান্য সময় প্রচুর লোকজনের ও দর্শনার্থীর সমাগম হয় ।